top of page

ভৈরবের ১নং ইউপি উপ-নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়


মিলাদ হোসেন অপু,কিশোরগঞ্জ প্রতিনিধি: আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সাদেকপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বেসরাকারিভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে সরকার সাফায়েত উল্লাহ ৪২০২ ভোট পেয়ে জয়ী হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জল হক মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৫৯৭ ভোট। স্বতন্ত্র আওয়ামী লীগ প্রার্থী আনারস প্রতীক নিয়ে শেখ জামির উদ্দিন পান ২৩২ ভোট। উল্লেখ্য, চলতি বছরে ১১ মার্চ সাদেকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি আবু বক্কর ছিদ্দিকের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূণ্য হয়ে যায়। এই শূণ্য পদে ১৩ জুলাই নির্বাচন কমিশনের এ ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচন ঘোষনার প্রেক্ষিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করণে গৃহীত নিরাপত্তার বলয়ে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৯ কেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ ১ প্লাটুন বিজিপি, ১ প্লাটুন র‌্যাব, স্পেশাল এপিডিয়ান ২ প্লাটুন ফোর্স ও অগনিত পুলিশ, আনসার ও বিডিপি মোতায়েন করা হয় ও ৯টি সেন্টারে ৯ জন প্রিজাইডিং অফিসার ও ৬৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন। উপজেলা রির্টানিং অফিসার এ প্রতিনিধিকে জানান, আনন্দ উৎসব পরিবেশে ৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টার পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। নৌকা প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী সরকার সাফায়েত উল্লাহ জানান, এ বিজয় গরীব-দুঃখী ও সাধারণ মানুষের বিজয়। এ বিজয় গুটা সাদেকপুরবাসীর বিজয়। তাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য তিনি সকল ভোটার ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বাবার অসম্পূর্ন কাজগুলো দলমত নির্বিশেষে সকলকে নিয়ে করা এবং সাদেকপুর ইউনিয়নে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও তিনি এলাকার সকলকে ভেদাভেদ ভুলে এলাকার শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের জন্য স্ব স্ব আঙ্গিকে ভূমিকা রাখার আহবান জানান।


Who's Behind The Blog
Recommanded Reading
Search By Tags
No tags yet.
Follow "THIS JUST IN"
  • Facebook Basic Black
  • Twitter Basic Black
  • Black Google+ Icon
bottom of page