top of page

সৌদিতে হামলার হুমকি আইএসের

June 10, 2017

ইরানে হামলার দায় স্বীকারের পর এবার সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ইরানে সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহত হওয়ার পর দায় স্বীকার করে ভিডিও বার্তা প্রকাশ করে আইএস। সেই বার্তায় সৌদি আরবে হামলার হুমকি দেয় আইএস।

জঙ্গিগোষ্ঠীকে পর্যবেক্ষণকারী সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ গত শুক্রবার এই তথ্য জানিয়েছে।

গত বুধবার ইরানের পার্লামেন্ট ও দেশটির ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনির সমাধিসৌধে হামলা চালায় সন্ত্রাসীরা। এ হামলার দায় স্বীকার করে ওই ভিডিও বার্তা দেয় আইএস। ভিডিওটি সম্ভবত তেহরানে হামলার আগে ধারণকৃত।

ওই ভিডিও বার্তায় দেখা যায়, মুখোশ পরা পাঁচ ব্যক্তি ইরানের শিয়া সম্প্রদায়ের ওপর আরও হামলার হুমকি দিচ্ছে। একই বার্তায় সৌদি আরবের সরকারকে হুমকি দিয়ে বলা হয়, ‘এরপর তাদের পালা আসবে’। মুখোশধারীদের একজনকে বলতে শোনা যায়, ‘এই ব্রিগেড (হামলাকারী দল) ইরানে প্রথম জিহাদ করবে। মুসলমান ভাইদের আমাদের অনুসরণ করতে বলব।’ ভিডিওর শেষ দিকে সৌদি সরকারের উদ্দেশে বলা হয় , ‘জেনে রাখুন, ইরানের পর আপনাদের (সৌদি আরব) পালা আসছে। আমরা আপনাদের বাড়িতেই আপনাদের আঘাত করব।...আমরা কারও বিরুদ্ধে নই। আমরা ধর্মের জন্য লড়াই করি, ইরান কিংবা আরব উপদ্বীপের জন্য নয়।

গাদ্দাফির ছেলে সাইফ ‘মুক্ত’!

June 10, 2017

লিবিয়ার নিহত নেতা মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। আশঙ্কা করা হচ্ছে, এতে সে দেশে আবার অস্থিতিশীলতা শুরু হতে পারে।

বিবিসির খবরে জানা যায়, সাইফ ছিলেন বাবা গাদ্দাফির নির্বাচিত উত্তরসূরি। ছয় বছর আগে জিনতান এলাকায় বেসামরিক বাহিনী তাঁকে আটক করে।

বেসামরিক বাহিনী আবু বকর আল সিদ্দিক ব্যাটালিয়ন বলছে, গত শুক্রবার সাইফকে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাঁকে জনসমক্ষে আনা হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সাইফ এখন বেদা এলাকার পূর্বাঞ্চলে স্বজনদের সঙ্গে রয়েছেন।

বেসামরিক বাহিনী বলছে, অন্তর্বর্তী সরকারের অনুরোধে সাইফকে মুক্ত করা হয়েছে।

এর আগেও সাইফকে মুক্ত করা হয়েছে বলে খবর এসেছিল। তবে পরে সেটি ভুয়া প্রমাণিত হয়।

লিবিয়ার পশ্চিমাঞ্চলে ত্রিপোলির আদালতে সাইফ আল ইসলামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। সেখানে বিরোধী পক্ষ জাতিসংঘ সমর্থিত ন্যাশনাল অ্যাকর্ড সরকারের নিয়ন্ত্রণ রয়েছে। লিবিয়ার পূর্বাঞ্চলের সরকার সাইফ আল ইসলামকে সাধারণ ক্ষমা প্রদর্শনের প্রস্তাব দিয়েছে।

২০১১ সালের নভেম্বর মাসে নাইজারে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় সাইফ আল ইসলাম গাদ্দাফিকে আটক করা হয়।

সন্ত্রাসী হামলার আশঙ্কায় জরুরি অবতরণ ইজিজেটের বিমান

June 10, 2017

স্লোভেনিয়া থেকে ১৫১ জন যাত্রী নিয়ে ইজিজেট এয়ারলাইনসের একটি ফ্লাইট যুক্তরাজ্যে যাচ্ছিল। কিন্তু পথে কয়েকজন যাত্রী সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছিলেন। তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় পাইলট গন্তব্য পরিবর্তন করে উড়োজাহাজটি নিয়ে জরুরি অবতরণ করেন।  অনলাইনের খবরে বলা হয়, শনিবার ইজিজেটের ওই ফ্লাইটটি সন্ত্রাসী হামলার আশঙ্কায় মাঝপথে গন্তব্য পরিবর্তন করে জার্মানির একটি বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তিনজন ব্রিটিশ নাগরিককে আটক করা হয়। অবতরণের পরপরই বিমানের ১৫১ জন যাত্রীকে নিরাপদে বের করে নেওয়া হয় এবং ফ্লাইটটি তিন ঘণ্টার জন্য স্থগিত করা হয়। আটক ব্যক্তিদের কাছে থাকা একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। জার্মানির ওই বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, ‘উড়োজাহাজে কয়েকজন যাত্রী সন্দেহজনক কথাবার্তা বলছে, পাইলট এমন তথ্য পাওয়ার পর জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।’ বিমানবন্দরে নিরাপদে অবতরণের পর সব যাত্রীকে জরুরি বহির্গমন পথ দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়। এ সময় নয়জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

Please reload

bottom of page