top of page

এবার ছোট পর্দায় ‘বাহুবলী’

June 11, 2017

এইতো সেদিনের কথা। ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে মুক্তি পায় ‘বাহুবলী : দ্য কনক্লুশন’। মুক্তির আগে যেমন ব্যাপক আলোচনা হয়েছে ছবিটি নিয়ে তার চেয়ে বেশি হয়েছে মুক্তির পর। সারা বিশ্বকে কাঁপিয়ে তোলে প্রভাস অভিনীত এ ছবিটি।  অতীতের সব রেকর্ড ভেঙে ফেলে এস এস রাজামৌলির ছবি ভারতীয় সিনেমার ইতিহাসটাই বদলে দিয়েছে। ২৮শে এপ্রিলে মুক্তিপ্রাপ্ত এই ছবি ইতিমধ্যেই ১৫০০ কোটি রুপির ওপরে ব্যবসা করেছে। সামনের মাসে চীনেও মুক্তি পেতে চলেছে ‘বাহুবলী ২’।  একটি সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, বড় পর্দার বিপুল সাফল্যের পরে এবার ছোট পর্দায় আসছে ‘বাহুবলী: দ্য লস্ট লিজেন্ডস’। জানা গেছে, ছবিটির অসামান্য সাফল্যের পর টিভির দর্শকদের জন্য বাহুবলী আসবে অ্যানিমেশন সিরিজ আকারে। অ্যানিমেশন সিরিজটি একত্রে তৈরি করেছেন শরদ দেবরাজন, অর্ক মিডিয়াওয়ার্কস এবং অবশ্যই ছবির পরিচালক রাজামৌলি। রাজামৌলি বলেছেন, এই সিরিজ শুধু ছোটদের কথা ভেবেই বানানো হয়নি। সব বয়সের দর্শকদের কথাই ভাবা হয়েছে।  রাজামৌলি এর আগেই ছবিটি সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছিলেন, বাহুবলীর গল্প যখন থেকে আমার মাথায় এসেছিল, তখন থেকেই আমি বুঝতে পেরেছিলাম এই গল্পের অনেক সম্ভাবনা আছে। একে কেবল একটা বা দুটি ছবিতে বেঁধে রাখা যাবে না। সেখান থেকেই এই সিরিজের পরিকল্পনা।

কিংবদন্তির নক্ষত্র চিত্রনায়িকা অঞ্জনা

June 11, 2017

বিনোদন প্রতিবেদকঃ আমার গ্রামের বাড়ি চাঁদপুর। আমার বাবা শ্রী প্রফুল্ল চন্দ্র সাহা আর মা শ্রীমতি কমলা সাহা। বাবা ঢাকায় বাংলাদেশ ব্যাংকে চাকরি করতেন। আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে আমি আমার বাবাকে হারিয়েছি। আর মা-ও চলে গেলেন চারটি বছর আগে। আর মা-বাবাহীন এই আমি আজ ভীষণ একা। তাদের কথা আমার প্রতিটি মুহূর্তেই মনে পড়ে’- জীবনের সবচেয়ে কষ্টদায়ক অধ্যায়ের কথা বলতে গিয়ে এমন করেই বলছিলেন চিত্রনায়ীকা অঞ্জনা। আর জীবনের এই পর্যায়ে এসে চলচ্চিত্রের একজন মানুষ হয়েও গুটিকতক মানুষ ছাড়া তেমন কারো সঙ্গেই যোগাযোগ হয় না বলেও মন থেকে এই মাধ্যমটির প্রতি এখন কেন যেন তার টান আসে না। আর তাই নতুন করে নতুন ছবিতে কাজ করার উৎসাহও যেন পান না তিনি। তবে অঞ্জনা বলেন ‘চিত্রনায়িকা নুতনের সঙ্গে আমার যোগাযোগটা খুবই নিয়মিত। প্রতিনিয়তই তার সঙ্গে আমার নানান বিষয় নিয়ে কথা হয়।’ মূলত অঞ্জনা একজন কত্থক নৃত্যশিল্পী। ভরত নাট্যম ও মনিপুরী নৃত্যও শিখেছেন তিনি। আর নাচের সবকিছুই শিখেছেন তিনি কলকাতায়। আর পুরোদস্তুর একজন নৃত্যশিল্পী হয়েও তিনি হয়েছিলেন একজন চিত্রনায়িকা। তার অভিনীত প্রথম ছবি বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’। কিন্তু দর্শকের সামনে তিনি প্রথম আসেন মাসুদ পারভেজের ‘দস্যু বন্ধু’ ছবির মাধ্যমে। এক সময়ের এই ব্যস্ত নায়িকা এখন আবারো ফিরে গেছেন তার পুরোনো পরিচয়ে অর্থাৎ তিনি এখন নাচ নিয়েই বেশি ব্যস্ত। দেশের বিভিন্ন স্থানে তিনি নৃত্যানুষ্ঠান করেন। অঞ্জনা বলেন ‘আমিতো মূলত একজন নৃত্যশিল্পী। তাই চলচ্চিত্র মাধ্যমটিতে কাজ করতে না পারলে অন্য শিল্পীদের মধ্যে যে হতাশা কাজ করে আমার মাঝে কিন্তু তা নেই। কারণ আমিতো আমার মূল কাজ প্রতিনিয় করেই যাচ্ছি। তাছাড়া এখন আমি প্রতিনিয়ত বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলের বিভিন্ন টকশোসহ নৃত্যানুষ্ঠানেও অংশগ্রহণ করছি। তাই খুব যে অবসরও আছি আমি তা বলা যাবেনা। সমাজের আর দশজন মানুষের মতোই তিনি তার ঘরের সব কাজ করেন। ঘরের নিত্যপ্রয়োজনীয় সব দরকারি জিনিস প্রতিদিন বাজারে গিয়ে কিনতে না পারলেও সপ্তাহের একদিন বোরকা পড়ে প্রয়োজনীয় সব জিনিস কিনে নিয়ে আসেন। অঞ্জনা বলেন ‘আসলে নিজ হাতে বাজার করতে পারার আনন্দটা অন্যরকম। তাছাড়া বাজারদর সম্পর্কেও অভিহিত থাকা যায়।’ অবসর সময়টুকুতে অঞ্জনা ভাবেন তার আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে। আর সেই সঙ্গে নিজের ড্রেস ডিজাইন তিনি নিজেই করে নেন। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সঙ্গেও জড়িত অঞ্জনা। তিনি এই সংগঠনের ভাইস চেয়ারম্যান হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ডা. অরুপ রতন চৌধুরীর মাদকবিরোধী সংগঠন ‘মানস’এরও ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন অঞ্জনা। সুতরাং চলচ্চিত্র মাধ্যম থেকে নিজেকে দূরে সরিয়ে খুব যে অলস সময় কাটাচ্ছেন তা অন্তত বলা যায় না। কারণ নিজের ব্যস্ততাসহ তিনি এখন বেশ কিছু সামাজিক আন্দোলনের সঙ্গেও জড়িত। ছোটবোন রঞ্জনা মল্লিক, তার স্বামী জয়দেব আর তাদের একমাত্র সন্তান অর্ণবকে ঘিরেই যেন অঞ্জনার সুখের পৃথিবী। আর সেই পৃথিবীতে মাঝে মাঝে দেশের বাইরে থেকেও ছোট ভাই সঞ্জয় কুমার সাহাও এসে যেন ভাগ বসান। তখন সবকিছু ভুলে গিয়ে অঞ্জনা পুরোপুরি মগ্ন থাকেন শুধুই পরিবার আর এর সদস্যদের সুখ-দুঃখের মাঝে। মাত্র পাঁচ বছর বয়স থেকে অঞ্জনা নাচের সঙ্গে জড়িত। নৃত্যের জন্য তিনি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছেন। দেশের বাইরে কলকাতাতেও পেয়েছেন সে পুরস্কার। বাবুল চৌধুরীর সেতু ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রাঙ্গনে তার যাত্রা শুরু হয়। তবে পর্দায় প্রথম মুক্তি পায় মাসুদ পারভেজের পরিচালনায় নির্মিত দস্যু বনহুর ছবিটি।

বিবারের প্রশংসায় সেলেনা

June 11, 2017

ওয়ান লাভ ম্যানচেস্টার কনসার্টে জাস্টিন বিবারের দেওয়া বক্তব্যের প্রশংসা করলেন তার সাবেক প্রেমিকা সেলেনা গোমেজ। তিনি বলেন, ‘বিবার লন্ডনে হতাহতদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে দারুণ কাজ করেছে।’

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এমনটা জানা যায়। গোমেজ বলেন, ‘এটা সত্যি সুন্দর ছিলো। সবাই খুব ভালো কাজ করেছে। আরিয়ানা (বিবার) যেভাবে শেষ করলো সবকিছু আমার দারুণ লেগেছে।’

এদিকে বিবার ঐ কনসার্টে বলেছিলেন, ‘ইশ্বর তোমাদের সঙ্গে আছেন। অন্ধকারে তিনিই আলো দেখাবেন। তিনিই আপনাদের ভালোবাসেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে বলতে চাই- আমরা আপনাদের অনেক ভালোবাসি।’

এসময় দর্শকদেরকে হতাহতদের সম্মানে দুই হাত তুলতে বলেন তিনি। তিনি বলেন, ‘আমরা আপনাদের সম্মান করি। আপনাদের ভালোবাসি।’

জ্যাকুলিনের স্নানের ভিডিও ভাইরাল

May 28, 2023

ক্যারিয়ারের অল্প সময়ে বেশ ভালো সফলতা তুলে নিয়েছেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। বিশেষ করে সালমান খানের বিপরীতে ‘কিক’ ছবিতে অভিনয়ের পর থেকেই যেন ভাগ্যদেবী ভর করেছে তার উপর। একের পর এক হিট ছবি দিয়ে দিচ্ছেন। এবার তারই ধারাবাহিকতায় নতুন একটি ছবিতে অভিনয় করছেনজ্যাকুলিন। ছবির নাম ‘এ জেন্টলম্যান’। রাজ এবং ডিকের যৌথ পরিচালনায় এ ছবিটির শুটিং এখন শেষ পর্যায়ে। আর ঠিক এই মুহূর্তে ইউটিউবে ভাইরাল হয়েছে এ ছবির জন্য শুট করা জ্যাকুলিনের একটি স্নানের দৃশ্যের কিছু অংশ। গতকাল থেকে ভিডিওটির মাধ্যমে ব্যাপক আলোচনায় চলে এসেছেন এ অভিনেত্রী। তবে কে বা কারা ভিডিওটি ছড়িয়েছে তা জানা যায়নি। ভিডিওতে শরীর উন্মুক্ত অবস্থায় স্নান করতে দেখা যাচ্ছে জ্যাকুলিনকে। এদিকে ভিডিওটি নিয়ে বেশ বিপাকে পড়েছেন অভিনেত্রী। কারণ এভাবে কখনোই ছবি মুক্তির আগে কোনো ভিডিও প্রকাশ পায়নি তার। তাও আবার স্নানের দৃশ্যের। তবে ধারণা করা হচ্ছে ছবির প্রচরণার জন্যই পরিচালক কিংবা প্রযোজকের তরফ থেকে এরকম করা হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে এখনও মুখ খুলেননি জ্যাকুলিন। এদিকে ‘এ জেন্টলম্যান’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে এ অভিনেত্রীকে। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২৫শে আগস্ট।

Please reload

bottom of page